বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব অর্থায়নে তাঁদের পরিবার ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজম্ম সন্তান কমান্ডের আয়োজনে ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. নওশেদ আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা ওলেমা দলের সভাপতি মাও. রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাস শামীমসহ আরো অনেকে।