• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩২:০৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩২:০৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁ প্রতিনিধি: বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠান শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠানের আয়োজন করে জেলার বন বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানি রায়। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহের সভাপতিত্বে নওগাঁ জেলা সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান উপস্থিত ছিলেন।এছাড়া, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও নার্সারি মালিক মোস্তাক আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজনরা উপস্থিত ছিলেন।মেলার আয়োজকরা জানান- অন্তত ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন গাছের চারা দিয়ে সাজানো হয়েছে। ফুল গাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছের চারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপণের পরামর্শ প্রদান করা হয়।