• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০১:৩২:৫৭ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০১:৩২:৫৭ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

আগামী ২০ ও ২১ ডিসেম্বর প্রবল বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া ডেস্ক: মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের মধ্যে দেশে রেকর্ড পরিমাণ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।১৬ ডিসেম্বর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ক একটি পোস্ট দেন। পোস্টে তিনি আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এ রকম পরিমাণে দেশে এবারও বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।পাঠকদের উদ্দেশ্যে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালে ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম বৃষ্টি হয়েছিল এ রকম পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।সম্ভাব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০%-এর বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোতে।খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলুচাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারি বৃষ্টি পানি জমে যাওয়ার কারণে। এসব বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে, আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে, জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখাতে।