• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪৯:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪৯:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রয়াত সাংবাদিক জুলফিকুরের শোকসভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমানের শোক সভা ও সাংবাদিক কল্যাণ তহবিলের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র সাংবাদিক উৎপল কান্তি ধর, শাহজালাল হোসেন, ফারুক হোসেন ফিরোজ, মোস্তাক আহমেদ মনির, প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে ওমর ফারুক হিমেল, জাকারিয়াসহ সাংবাদিক ও সুধিজন।পরে প্রয়াত জুলফিকুর রহমানের পরিবারের হাতে জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।