• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৮:২৩ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৮:২৩ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

কৃষক দল নেতার স্ত্রীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

জ ই বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক এবং নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের কেএম মামুনুর অর রশিদের সহধর্মিনী মোসা. নাছিমা বেগম ২৫ ডিসেম্বর বুধবার ঢাকার বারডেম হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার বাবার বাড়ি নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে। নাছিমা বেগম আব্দুল মালেক মিয়ার মেয়ে। মৃত্যুকালে স্বামী ও দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাদ আসর মৃতের স্বামীর বাড়ি উপজেলার সাহারপাড় মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার নামাজে জানাজায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ হাজারো মানুষ অংশ নেয়।এদিকে কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ (বুধবার) সকালে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত ওই শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাছিমা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়া জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষক দল- কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।