সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গার্মেন্টসটির প্রবেশ গেটে তাদের ছুটিকালীন ভাতা অর্ধেকের পরিবর্তে শতভাগ দেওয়ার দাবিতে আন্দোলন করছেন তারা।বর্তমানে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটিকালীন সময়ের ভাতা ৫০% দিয়ে থাকেন। যা বাড়ানোর দাবি নিয়ে অবস্থান নেন শ্রমিকরা।আন্দোলনে অংশে নেওয়া গার্মেন্টসকর্মী আকলিমা বলেন, আমরা সারাবছর কাজ করি মালিকপক্ষের জন্যে। তারা আমাদের ছুটিকালীন ভাতা ১০০% করতে অনীহা করছে। আমরা তা মানবো না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যবো।আরেক শ্রমিক আব্দুল্লাহ জানান, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের সাথে অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।পি.এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের এডমিন ম্যানেজার জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ঐ গার্মেন্টসে টিম পাঠিয়েছি। শ্রমিকরা ভাতার জন্যে আন্দোলন করছে। তিনি আরো জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ বা শ্রমিক কর্তৃপক্ষ কেউ আমাদেরকে এই আন্দোলনের বিষয়ে জানায়নি। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা স্বেচ্ছায় পুলিশ পাঠিয়েছি। উল্লেখ্য, এই গার্মেন্টসে ১৩০০ নারী-পুরুষ শ্রমিক কর্মরত রয়েছে।