কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে মহাসড়ক অবরোধ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে ২৬ এপ্রিল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। এক ঘণ্টার অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ হয়। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে শ্রমিকটি মারা গেছেন। গুজবে উত্তেজিত হয়ে শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়।শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখে, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বর্তমানে কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।