কালিয়াকৈরে শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে হাড্ডি অ্যাসোসিয়েশন কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পশ্চিম চান্দরা এলাকার হাড্ডি অ্যাসোসিয়েশন কারখানার শ্রমিকেরা মহাসড়কে এ অবরোধ করে।শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমাধান না হওয়ায় তারা এ সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।