গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ২০ মিনিটের ঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ মার্চ শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সাথে মুষলধারে শীলা বৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।এ সময় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে দু’পাশে থাকা অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় উপজেলার চন্ডিপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।