রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার এসআই ফারুক
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০২৪ সালের জানুয়ারি মাসে মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হলেন পীরগাছা থানার এসআই ফারুক আহমেদ ও এএসআই রশিদুল ইসলাম।২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে রংপুর জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার ফারুক আহমেদ এবং এএসআই রশিদুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পনোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোছা. সুলতানা রাজিয়াসহ রংপুর জেলার সকল থানার ওসি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ প্রসঙ্গে এসআই ফারুক আহমেদ বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি। এই অর্জনের পেছনে পীরগাছা থানার (ওসি) সুশান্ত কুমার সরকার ও (তদন্ত ওসি) সেলিমুর রহমান সেলিম স্যারের অনুপ্রেরণা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি গতিশীল করেছে। যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় রংপুর জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’এএসআই রশিদুল ইসলাম বলেন, ‘প্রতিটি পুরস্কারই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো।’