সীতাকুণ্ডে এমপি মামুনকে ১৪৪ সংগঠনের সংবর্ধনা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে ১৪৪টি সামাজিক সংগঠনের সমন্বয়কারী সংগঠন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম-৪ আসনের এমপি মামুনের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল মামুনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়।সীতাকুণ্ড হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও শিল্পপতি মাস্টার আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। রহমত, মাকফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে প্রত্যেক মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো এবং খুঁজে খুঁজে বের করে তাদের সহায়তা করা।সামাজিক সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।আরও উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম তফজল হক, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম প্রমুখ।উল্লেখ্য, সংবর্ধনা ও ইফতার আয়োজনে হাজ্বী মো. ইউছুফ শাহ ও অধ্যাপিকা দেলোয়ারা বেগমের সহযোগিতায় ২০টি মাদ্রাসা ও এতিমখানায় ৬১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।