• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১১:৩৪:৫৬ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১১:৩৪:৫৬ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের কাজী প্রাচুর্যকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হওয়ায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার, অধিকার এর পরিচালক নাসিরউদ্দিন এলান।মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি।সাংবাদিক জিতু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, শিক্ষক মাহবুবুর রহমান, মোহাম্মদ মোরশেদসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, গত ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিয়ে ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। সে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপুর ছোট ছেলে।