• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:২৩ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:২৩ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজি আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, পৌর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।এসময় পৌর পুঁজা উদ্‌যাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোণায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।