• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।‘আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়’ এই স্লোগান সামনে রেখে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে ডেঙ্গুর কবল থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সেই বিষয়ে বিশদ আলোচনা ও দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে শেষ হয়।এসময় প্রধান অতিথি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতি আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব এমএ হাসান।সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাহিদ হাসান শিকদার, জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নূর উদ্দিন পাটোয়ারী, সংগঠনটির উপদেষ্টা মো. অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাজী শাহজাহান মোল্লা, ফিরোজ আহম্মেদ ও মানিকগঞ্জ পাড়ার মসজিদুল কুবার খতিব মাওলানা মো. সাদেকুর রহমান।প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, সাভার ও আশুলিয়াসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ডেঙ্গু জ্বরে বিশেষ করে ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছে। আমাদের সহকর্মী পল্লী চিকিৎসক অধিকাংশই এই ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলো। তাই এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজ এরিয়াতে আমরা সাংগঠনিকভাবে ডেঙ্গু সচেতনতায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।