টাঙ্গাইলের পর এবার নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির পর এবার নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার সাপাহার পত্নীতলায় সড়কের মধুইল এলাকায় ডাকাতরা সড়কের বড় বড় গাছ কেটে ব্যারিকেড দেয়।এ সময় বিআরটিসি একটি বাসের যাত্রীদের আটকে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতরা। পরে আরো দুটি মাইক্রোবাস আটকায় ডাকাতরা। তবে কী পরিমাণ টাকা ও মোবাইল নিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, রাত ১২টার দিকে রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। মামলাও হয়নি এখনও। ঘটনার পর পরই সড়কে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীর। ওই মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।