• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের চাষাড়া গোল চত্বরের সান্ত্বনা মার্কেটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।এর আগে গত ১৬ ফেব্রুয়ারি একই দাবিতে মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে কলেজ অধ্যক্ষকে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। ৪৮ ঘণ্টা পার হওয়ার পর বদলির আদেশ বাতিল না হওয়ায় ফের অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা এর আগেও আমাদের মহিলা কলেজের অধ্যক্ষ বদলির আদেশ বাতিলের দাবিতে আন্দোলন করেছিলাম। ওই সময় আমরা কলেজের প্রায় ৯০০ শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ স্যারের বদলির আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেই। কিন্তু এতে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই মঙ্গলবার আমরা সড়ক অবরোধ করে অধ্যক্ষ স্যারের বদলি আদেশ-বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাব।শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে।