নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ১২ জনকে স্থায়ী সদস্যপদ প্রদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ১২ জন সাংবাদিককে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছে।এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় ১৯ জন সাংবাদিককে তাদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়েছিল।ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পূর্ণ হবার পর ১৯ জনের মধ্যে ১২ জন ক্লাবের নির্ধারিত আবেদন ফরমে স্থায়ী সদস্যপদের জন্য আবেদন করেন। সভায় তাদের বিগত এক বছরের সার্বিক আচার আচরণ সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। পরে তাদের আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্র সম্পন্ন থাকায় ক্লাবের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়।স্থায়ী সদস্যপদ প্রাপ্তরা হলেন- কামাল উদ্দিন সুমন, জেলা প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত, হাজী হাবিবুর রহমান শ্যামল, ফটো সাংবাদিক, দৈনিক ইনকিলাব, মোশতাক আহমেদ (শাওন) স্টাফ করেসপন্ডেন্ট, দি নিউ নেশন, মো. সামন হোসেন, ক্রীড়া সম্পাদক মানবজমিন, মো. আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, মাইদুর রহমান রুবেল, চিফ রিপোর্টার, আরটিভি, মো. মহিউদ্দিন পলাশ, স্পোর্ট ইনচার্জ, দৈনিক মানবকণ্ঠ, মো. রাসেল (আদিত্য), সহ-সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ, মো. সাইফুল ইসলাম (সায়েম), জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ, এমরান আলী সজীব, জেলা প্রতিনিধি, দি বিজনেস পোস্ট, সাবিত আল হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি, আজকের পত্রিকা, মো. গোলাম রাব্বানী, সংবাদদাতা নারায়ণগঞ্জ, প্রথম আলো।উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত সভায় ৮ জন সাংবাদিককে তাদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছিল।