লক্ষ্মীপুরে ৮ দফা দাবিতে সনাতনীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি: ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগানকে সামনে রেখে ৮ দফা দাবি নিয়ে লক্ষ্মীপুরে সনাতনীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের লোকজন এতে অংশ নেন।২ নভেম্বর শনিবার বিকেলে পৌরসভার শ্যাম সুন্দর জিউর আখড়ার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার কাছে অতি শীঘ্রই সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৮ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকর মজুমদার, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু শিমুল সাহা, ছাত্র যুব ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রাজ বিজয় চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক জুটন কুরি প্রমুখ।