• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৩:৫১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৩:৫১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

দৌলতখানে বোমা-আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। ১৫ নভেম্বর শুক্রবার ভোরে দৌলতখান উপজেলার মদনপুর চর থেকে তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার সকাল ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল (৩৬), মামুন মাল (২২) এবং শামীম মাল (১৯) কে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ১০টি হাতবোমা এবং ১টি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।কোস্টগার্ড আরও জানায়, আটক সন্ত্রাসীরা দীর্ঘ দিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. রিফাত হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত রয়েছে।