শৈলকুপায় সন্ন্যাসীদের পিটুনিতে যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে স্বাধীন (২২ ) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।১৪ এপ্রিল রোববার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীলপূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়।রোববার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্ন্যাসীর সাথে কথাকাটা কাটি হয়। সুনিল বিশ্বাস এক পর্যায়ে সন্ন্যাসীকে থাপ্পড় মারে। পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়।এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।ভাটই পুলিশ ক্যাম্পের (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মরগে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।