• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:০১:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:০১:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

বিশ্বখ্যাত ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারীর কাতার ও তুরস্ক গমন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র রমজান উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে অংশ নিতে আজ ১৮ মার্চ মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেন।তিনি আগামীকাল ১৯ মার্চ বুধবার কাতারের দোহায় আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার (ফানার মাসজিদ) এর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।উক্ত সম্মেলনে মিসর, ইয়েমেন, মরক্কোসহ কয়েকটি আরব দেশের ক্বারী এবং কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন মসজিদের ইমাম হিসেবে কর্মরত বাংলাদেশি হাফেজ ও ক্বারীগণ তিলাওয়াত করবেন।কাতারের সম্মেলন শেষে ২১ মার্চ তুরস্কের ধর্ম মন্ত্রণালয়, তুর্কী রেডিও ও টেলিভিশন কর্পোরেশন (TRT) এর দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তুরস্ক সফর করবেন। সফর শেষে তিনি আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, ক্বারী আহমাদ ইউসুফ বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।