• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

হাকিমপুরে ১৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে রবি শস্য বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।১১ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলার ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষাব বীজ ও সার বিতরণ করা হয়। রবি মৌসুমে শরিষা, গম, ভুট্টা ও সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসব বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।উদ্বোধন শেষে হাকিমপুর উপজেলা কৃষি অফিস হতে একটি বিশাল র‍্যালি বের হয়ে উপজেলা কৃষি অফিসের সামনে এসে র‍্যালিটি সমাপ্ত হয়। পরে উপজেলা কৃষি অফিস হলরুমে  কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেজবাউল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।