• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৮:২০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৮:২০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ কুমিলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শিবলী-আতাউর

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (গোমতী) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওবায়দুর রহমান শিবলীকে সভাপতি ও মো. আতাউল্লাহ আতাউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।কেম্পাসের বিজয় চত্বরে ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম রফিকুল আলম শিক্ষক উপদেষ্টা স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।নবগঠিত কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১৬৩ সদস্যের কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে এনামুল হক জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির, সাংগঠনিক সম্পাদক রাফসান জিসান, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলাম ও দফতর সম্পাদক হিসেবে সুলেমান সরকারকে মনোনীত করা হয়েছে।নবনিযুক্ত সভাপতি ওবায়দুর রহমান শিবলী বলেন, আমাদের লক্ষ্য হল ক্যাম্পাসে কুমিল্লার ছাত্রদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করা।তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে সকলের জন্য একটি অনুকরণীয় ও অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যা সব সময় শিক্ষার্দের কল্যাণে কাজে আসবে।