• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৭:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৭:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে আগ্রহ বাড়ছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা এলাকায় ৫০ একর জমিতে কৃষি পুনর্বাসন খাতে ২৪-২৫ অর্থবছরের প্রকল্পে এর আয়োজন করে উপজেলা কৃষি দফতর৷উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন৷বক্তব্যে তিনি বলেন, কৃষিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে কম সময়ে কম খরচে চাষাবাদ করা যায়৷এতে যেমন কৃষক লাভবান হয়, তেমনি একসাথে চাষাবাদ করে ধান কর্তন করতে পারবে৷এ জন্যই সরকার এই সমলয় পদ্ধতি চালু করেছে। পানি দেওয়া থেকে শুরু করে হালচাষ ও বীজতলাসহ সব ধরনের খরচ দিচ্ছে সরকার।তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এখন কৃষিতে ঝুঁকছে অনেকে৷এছাড়া সরকার কৃষিকাজে কৃষকের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তাই দিনদিন আগ্রহ বাড়ার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও বাড়ছে৷কৃষি কর্মকর্তা ও উপ-সহকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষকের পাশে থেকে সরকার দেওয়া দায়িত্ব পালন করতে হবে৷ কোন কৃষক যেন সেবা নিতে এসে ঘুরে না যায় সেদিকে লক্ষ্য রেখে নিজ নিজ ব্লকে থেকে কাজ করতে হবে৷অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক ডক্টর সাফায়েত আহম্মদ সিদ্দিকী, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা খান প্রমুখ৷  অনুষ্ঠানে কৃষকদের সাথে আলোচনা সভা শেষে মাঠে গিয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা৷পরে ঘুরে ঘুরে মাঠ পরিদর্শন করে দেখেন এবং বিভিন্ন পরামর্শ দেন।এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন, জুলহাস মিয়া, মিজানুর রহমান, গৌতম, অমিত হোসেন অন্তু, জিল্লুর রহমান, দেবদাসসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।