• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩২:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩২:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে ‘সমলয়’ পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কৃষকের কল্যাণ ও কৃষি কাজে আগ্রহ বাড়াতে কৃষকদের নানা ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। যুগের পরিবর্তনের সাথে সাথে কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে শুরু হয়েছে স্মার্ট কৃষি ব্যবস্থা।  এরই ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে উপজেলা পরিষদের অর্থায়নে ৩০ একর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। বোরো ধানের বীজতলা তৈরি, আধুনিক প্রযুক্তির সাহায্যে রোপণ, জমিতে হালচাষ, সার, কীটনাশক থেকে শুরু করে সব ধরনের খরচ দিয়েছে সরকার। শুধু সরকারি খরচ নয়, ব্যক্তি খরচেও এই পদ্ধতি অনেকটা লাভজনক।সমলয় পদ্ধতি বলতে বুঝায়, কৃষকরা মাঠে একসঙ্গে একই জাতের ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারবেন এবং এই পদ্ধতিতে চারা রোপণ, বীজতলা তৈরি, ধানকাটা সব কিছুই হবে যন্ত্রের মাধ্যমে। নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া এলাকায় ৩০ জন কৃষক মিলে ৩০ একর জমিতে সরকারি অর্থায়নে চাষাবাদ করেছে বোরো ধান। ব্লক প্রদর্শনীতে সরকার সব খরচ দেওয়ায় ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের। সরকারের এমন উদ্যোগে আগামীতে ধান চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে কৃষকরা।ঐ ব্লকের কৃষক শামসুল হক, রহিম মোল্লাসহ একাধিক কৃষক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। একসময় কৃষকরা অনেক অবহেলিত ছিল, এখন তা আর নেই। কৃষকদের বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন প্রনোদনার ব্যবস্থা করেছে, এতে দিনদিন কৃষি কাজে আগ্রহ বাড়ছে।এদিকে ৫ জুন বুধবার বেলা ১১টায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে এই প্রকল্পের আওতায় ৩০ একর জমির ধান কাটা শুরু হয়। এরআগে ব্লক প্রদর্শনীর শস্য কর্তন অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম ও ইউপি চেয়ারম্যান শিরীন চৌধুরী।