• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৫:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৫:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দিনে পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারবে। এই কাজের জন্য আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে।৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে ডা. দীপু মনি এসব কথা বলেন।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আনারসের পাতার কোন জায়গা থেকে সুতা তৈরি হয় তা দেখলাম। এই সুতা দিয়ে কীভাবে সিল্কের শাড়ি তৈরি করা হচ্ছে সেটাও দেখেছি।পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্রের কর্ণধার মাছুদা ইসলাম বলেন, ২০০৯ সালে আমি বুঝতে পারি আনারসের পাতার মধ্যে এক ধরনের আঁশ আছে। যা অসম্ভব সুন্দর ও মজবুত। তখন থেকেই আমি সিল্কের কাজ করার চেষ্টা করি।তিনি আরও বলেন, এই আঁশ থেকে পাইনাত্রিপোল সিল্ক ও পাইনাত্রিপোল সিল্ক জামদানি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।