নলডাঙ্গায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের গোপন মিটিং, দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকদল।১৬ মার্চ রোববার রাত সাড়ে ৭টার দিকে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার ব্রহ্মপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল রহমান। এসময় উপস্থিত ছিলেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান, যুবদল নেতা মজনু, কাহারুল, শ্রমিকদল নেতা আব্দুস সালাম, হাকিমসহ অনেকে।সমাবেশে বক্তরা বলেন, গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ উপজেলার বিভিন্ন জায়গায় গোপন মিটিং ও দেয়াল লিখন করছে। যার কারণে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না।