• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ২১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৪ নভেম্বর)। ২০০৩ সালের এই দিনে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। সত্তরের দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ মহৎ ব্যক্তিত্ব।আহমেদুল কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আহমদুল কবির স্মৃতি সংসদ ও তার পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, তবারক বিতরণ, এলাকার এতিমখানাগুলোতে খাবার বিতরণ, আহমদুল কবিরের স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং বাদ আছর এলাকার ১৮টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।এছাড়া আজ আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পলাশ উপজেলার ঘোড়াশালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন আহমদুল কবির স্মৃতি সংসদের ঘোড়াশাল পৌর কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম।উল্লেখ্য, আহমদুল কবিরের ডাক নাম মনু মিয়া। রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের প্রতিভাদীপ্ত এই গুণী ব্যক্তিত্ব নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন।এরপর ১৯৭২ সালে দৈনিক সংবাদের সম্পাদকের দায়িত্ব নেন। ২০০১ সালে সংবাদের প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্বও পালন করেছেন আহমদুল কবির।