• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১১ নভেম্বর সোমবার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের সমবায় মার্কেট প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, ছি. সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরি, নাছির আহম্মদ চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ আরও অনেকে।এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, জেলা মহিলা দলের সভাপতি কোহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহানা আক্তার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফোরকান ইমামি, পৌর ছাত্রদল নেতা শাহিন, দিদার রাব্বি, রানাসহ উপজেলা ও পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।