• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:০৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:০৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে ২৩ বস্তা সরকারি চাল জব্দ করে এতিমখানায় দিলেন ম্যাজিস্ট্রেট

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা মৌসুমি মোড় এলাক্র ইউনুস মন্ডলের বাড়ির সামনে থেকে ২৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্টেট ও ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করেন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সরকারি চাল মজুদকারী সখের আলী ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করে বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রে।অবৈধভাবে সরকারি চাল মজুদকারী সখের আলী বলেন, ‘বিভিন্ন জনের কাছ থেকে ৩০ কেজি ওজনের এক বস্তা সরকারি চাল ১১শ’ টাকা করে কিনেছি। এর মধ্যে অভিযানে এসে এসিল্যান্ড চালগুলো জব্দ করে নিয়ে গেছেন। আর এসি ল্যান্ড আসার কথা শুনেই চালের বস্তাগুলো রেখে পালিয়ে গেছি।’ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা বলেন, ক্ষেতলাল উপজেলার মৌসুমি মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুদ করা হচ্ছে, এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৩ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।