• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৪:২০ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৪:২০ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

সরকারি চাল ও আটা বস্তা বদল করে বাজারে বিক্রির চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি: গরীব ও দুস্থদের জন্য সরকারি ওএমএসের এক টন আটা ও দেড় টন চাল অবৈধভাবে সরকারি বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়েছে প্রশাসন ও খাদ্য বিভাগ। অভিযান চালিয়ে এসব চাল ও আটা জব্দ করা হয়েছে।এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।১০ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল ও আটা জব্দ করা হয়।দিনাজপুর জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, অবৈধভাবে মজুদ করা হচ্ছিল এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া নামক এলাকায় অভিযান চালায় খাদ্য বিভাগ ও প্রশাসন।তিনি জানান, ওই এলাকার মুক্তার হাসানের ছেলে রানার (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির ভেতরে থাকা একটি গোডাউন থেকে প্রায় এক টন আটা ও প্রায় দেড় টন চাল উদ্ধার করা হয়। ৫০ কেজি ওজনের ১৯টি আটার বস্তা এবং ৫০ কেজি ওজনের চালের ১০টি বস্তা, ২৫ কেজি ওজনের চালের ৩৮টি বস্তা এবং ৩০ কেজি ওজনের চালের ৩টি বস্তায় এসব মজুদ করা হয়েছিল। পরে এসব মালামাল জব্দ করে নিয়ে আসা হয়। তবে এই ঘটনার সাথে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।