ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।এসময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক মিন্টু রানী বাগচী, ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত, নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।