• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১২:২১:৩৯ (24-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১২:২১:৩৯ (24-Dec-2024)
  • - ৩৩° সে:

মন জয় করতে না পারলে জনগণ বিএনপিকে ভোট দেবে না: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: যদি মানুষের মন জয় করতে না পারি তাহলে জনগণ আমাদেরকে (বিএনপি) ভোট দেবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।২১ ডিসেম্বর শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আব্দুল কাদের মেম্বার, সাবেক সভাপতি নুরুল আলম কন্ট্রাক্টর ও সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।স্মরণসভা বাস্তবায়নে আহ্বায়ক কমিটির উদ্যোগে আজাদী বাজারস্থ ধর্মপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মরণসভা বাস্তবায়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী। উদ্বোধক ছিলেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম ইউসুফ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএসসি, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন ও আবুল হাসেম।  নাছির উদ্দীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, অ্যাডভোকেট মো. মোস্তফা করিম, মিয়া মোশরাফুল আনোয়ার মশু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম তাঁরা, মহসিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি ও ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল হক৷