• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় টানা বর্ষণে কুষ্টিয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। গতকাল শনিবার বেলা ১২টা থেকে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে শনিবার সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। এই নিউজ লেখা পর্যন্ত রোববার দিনভর বৃষ্টি হচ্ছে। তবে কুমারখালী আবহাওয়া অফিস সূত্রমতে, সোমবার থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।এদিকে বৃষ্টিতে শহরের অধিকাংশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান অনেক বেলা পর্যন্ত বন্ধ থাকছে। বৃষ্টিতে যানবাহন চলাচলও কম। বৃষ্টিতে মানুষের দৈনন্দিন কাজ-কর্মে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে কুষ্টিয়া শহরের বেশ কিছু জায়গায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে রিকশাচালক, দিনমজুর, অটোবাইকচালকসহ নিম্ন আয়ের মানুষ। সারাদিন আকাশ মেঘলা থাকছে। বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আবার অতি প্রয়োজনে বৃষ্টির মধ্যেই ভিজে অনেকে দৈনন্দিন কাজকর্ম সারছেন।রোববার সকালে কুষ্টিয়া শহরের বড়বাজার, কোর্টপাড়া, কালিশংকরপুর, কাটাইখানা মোড়, র‌্যাব গলি, মাহাতাব উদ্দীন সড়ক, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, প্রধান ডাকঘর, আড়ুয়াপাড়া, কলেজ মোড়সহ হাউজিং এলাকার কিছু জায়গার সড়ক জলাবদ্ধ অবস্থায় দেখা যায়। অনেক বাসাবাড়ির নিচতলা, ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেও বৃষ্টি পানিতে প্লাবিত হয়েছে।কমলাপুর এলাকার বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে আছেন। কিছু কিছু জায়গায় নালাগুলো বিভিন্ন প্লাস্টিকের বোতলসহ আবর্জনার কারণে পানি কম বের হচ্ছে। বাসাবাড়ির ভেতর ময়লা পানি ঢুকে পড়েছে। এমনকি নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসছে।কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, ২০২০ সালের ২১ মে সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ২০২১ সালে বৃষ্টি হয়েছিল ৫৪ মিলিমিটার ও ২০২২ সালে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। ২০২৩ সালে ৫ই অক্টোবর সর্বোচ্চ ১১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ জানান, ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর রোববার বেলা ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি কুষ্টিয়ায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, এ বছর ৮৮ হাজার ৯২৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। গত কয়েকদিনে যা বৃষ্টিপাত হয়েছে যা আমন ধানের চাষের জন্য যথেষ্ট। বৃষ্টিপাতে আমন ধানের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।