কালিয়াকৈরে পিচ্চি আকাশ বাহিনীর হামলায় চাঁদাবাজ কালাম নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একদল চাঁদাবাজের হামলায় আবুল কালাম (২৬) নামে একজন চাঁদাবাজের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার মৌচাক উলুসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে থানা সূত্রে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে আল্লাহর দান বেকারি এলাকায় চাঁদা আদায় নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ ও তার সহযোগীদের সঙ্গে আবুল কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পিচ্চি আকাশ ও তার গ্রুপের সদস্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশ জানায়, নিহত আবুল কালাম শীর্ষ সন্ত্রাসী এরফান গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।