• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:২১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:২১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ইত্তেফাক পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দরা।১৫ মার্চ শনিবার দুপুরে শ্রীপুর থানা মোড়ে উপজেলায় কর্মরত প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।জানা যায়, গেলো ২৩ ফেব্রুয়ারির ‘শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ হিসাবের নথিপত্র নিয়ে লাপাত্তা উপধ্যক্ষ, ৬টি নোটিশেই মিলেনি সন্ধান’ এমন শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ পরিবেশন করেন সাংবাদিক এমএম ফারুক। সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফ্যাক আইডি থেকে এমএম ফারুককে হাত পা-ভাঙা সহ হত্যার হুমকি দেয়া হয়।আজকের পত্রিকার সাংবাদিক রাতুল মন্ডলের সঞ্চালনায় ও সাংবাদিক টিপু সুলতানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তারা হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।