• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সাগরপথে পাচারের সময় ৫৮ রোহিঙ্গা উদ্ধার, চক্রের ৪ সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় সাগরপথে পাচারের সময় ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩৩ শিশু রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের সময় আস্তানা থেকে পাচার চক্রের মূল হোতাসহ ৪ সদস্যকেও আটক করতে সক্ষম হয়।আটক পাচারচক্রের সদস্যরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার ইয়াছিন বাহিনীর প্রধান মো. ইয়াছিন (২৩), দরগারছড়া এলাকার মো. জুবায়ের (৩৫), উত্তর লম্বরীর নাজির হোছন (৬১) ও নোয়ীখালীর রামিমুল ইসলাম রাদীদ (৩১)।উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সমিরা খাতুন নামক এক তরুণী বলেন, তার বিয়ে ঠিকঠাক হয়েছে মালয়েশিয়ায়। বিয়ে করতেই তিনি মালয়েশিয়া যাচ্ছেন। ২৫ নভেম্বর শনিবার সকালে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মানব পাচারকারী চক্রের ৪ জনকে আটক ও উদ্ধার হওয়া ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের  বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষেয়ে সকল ধরনের ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, শুক্রবার রাতে মোহাম্মদ ইয়াছিন বাহিনীর নেতৃত্বে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগর পথে মালয়েশিয়া পাঠানো উদ্দেশ্যে টেকনাফের মহেশখালীয়া পাড়ায় নির্জন এলাকায়তাদের একত্রিত করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এই রোহিঙ্গাদের উদ্ধার করতে সক্ষম হয়।