ভাঙ্গুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হরফ আলিকে গ্রেফতার করা হয়েছে।৩১ জানুয়ারি শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউঞ্জন পাড়া থেকে থেকে তাকে আটক করা হয়। তিনি বেতুযান গ্রামের মৃত আকুল আকন্দ এর ছেলে।মামলা সূত্রে জানা যায়, হরফ আলি এন আই অ্যাক্ট ১৩৮, ১০ লাখ টাকা ও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। পাবনা আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজাইনার) মামলা বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজা ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কর হয়।ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।