• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৩০ হাজার মানুষকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কোডেক আঞ্চলিক কার্যালয়ে এই উপলক্ষে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষী সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ।সিনিয়র ব্যবস্থাপক (কোডেক) আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (সদর) নুর মোহাম্মদ কামরুল আলম ও কৃষি কর্মকর্তা মো. কাওছার উদ্দিন।কোডেকের সিনিয়র ব্যবস্থাপক আবদুল মান্নান মোল্লা বলেন, ৩০ হাজার পরিবার কোডের সুফলভোগীর মধ্যে আমরা ৩০ হাজার জনকে লাল শাক, ২৬ হাজার জনকে কুমড়ার বীজ, ৩ হাজার জনকে পালং শাক, ১২০ জনকে ধানের বীজ, ৪০ জনকে মরিচের বীজ এবং ২ হাজার জনকে সয়াবিন চাষ করার জন্য সার প্রদান করবো। আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে সবজি বীজ এবং ১০ জনকে ধানের বীজ বিতরণ করা হয়েছে।