• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।২৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে। আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খাইরুল আলম জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয় বলে জানান ওসি।