• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৫:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৫:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সীমান্ত হত্যা: ২ ছিনতাইকারীর আদালতে স্বীকারোক্তি, হত্যায় জড়িত ছিল তিনজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও মিন্নাত আলী মাজারের সামনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আকাশ নামে এক ছিনতাইকারী আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছে। এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে অপর ছিনতাইকারী অনিক জবানবন্দী দিয়েছিল। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতের খাস কামড়ায় বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কাইউম।জানা গেছে, ছিনতাইকারী অনিক তার স্বীকারোক্তিতে বলেছে, ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে নগরের দেওভোগ আলীর মাজার ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছিল অনিক, আকাশসহ তিন জন। ভোরের এ সময় বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য ঐ পথে যাচ্ছিল মী. ওয়াজেদ আলম সীমান্ত।ছিনতাইয়ের ঘটনায় অনিক আদালতকে আরও জানায়, শিক্ষার্থী সীমান্তকে দেখেই তারা তিন জন সীমান্তর ব্যাগ ও মোবাইল ফোনের জন্য রাস্তা আটকানোর পর সীমান্ত তাতে বাধা দিলে অনিকসহ ৩ ছিনতাইকারী তাকে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে আহত করেই সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জবানবন্দিতে আটক দুই ছিনতাইকারী অনিক ও আকাশ একই ধরনের জবানবন্দী দিয়েছে আদালতে।এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার গভীর রাতে ছিনতাইকারী অনিককে দেওভোগ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার গভীর রাতে পাশের এলাকা থেকে আকাশকে গ্রেফতার করা হয় বলে জানান।তিনি আরও জানান, ছিনতাইকারী অনিকের কাছ থেকে নিহত সীমান্তের কাছ থেকে লুণ্ঠিত মুঠোফোনটি উদ্ধার এবং হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় আকাশ জড়িত থাকলেও তার কাছ থেকে কিছু উদ্ধার বা জব্দ করা যায় নাই। ঘটনায় জড়িত অপর ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাবার পথে শহরের দেওভোগ এলাকার বাড়ি থেকে বের হয়েই ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীদের বাধা দেয়ার পর সীমান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৪ ডিসেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়। একমাত্র পুত্র সীমান্তের মৃত্যুর পর বাবা হাজী আলম মামলা দায়ের করলে পুলিশ উল্লিখিত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে পাঠায়।