• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৬:১৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৬:১৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাড়ির দরজার ছিটকানি ও আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।১৪ সেপ্টেম্বর শনিবার দিনদুপুরে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকার অধ্যক্ষ শিশির কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা বাড়ির বারান্দা ও ঘরের দুইটি দরজার ছিটকানি ভাঙা। দুই কক্ষের দুইটি আলমারির ড্রয়ার ভাঙা। সেগুলো পড়ে আছে বিছানার ওপর। জামাকাপড়, আসবাবপত্রগুলো অগোছালো।এ সময় অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকি। আমরা সকাল সাড়ে ১১টার দিকে এক স্বজনের মরদেহ দেখতে পাশের উপজেলা খোকসাতে গিয়েছিলাম। দুপুর ২টা ৫ মিনিটের দিকে বাড়ি ফিরে দেখি দুইটা দরজার ছিটকানি ভাঙা। দুই আলমারির ড্রয়ার ভাঙা। ঘর অগোছালো। ড্রয়ারে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারগুলো নেই। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।তিনি আরও বলেন, বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এসেছিল। আমি থানায় মামলা করব। আরও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা হিসেব করে পরে জানানো যাবে।কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. গোলাম মওলা বলেন, ফাঁড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫০০ ফুট। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারবেন বলে জানান তিনি। চোর চক্র ধরতে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।