• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৩:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৩:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

স্কুল ফিডিংয়ে দুধ পাবে মীরেরখীল প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ শিক্ষার্থী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ জন শিক্ষার্থীকে প্রতিদিন স্কুল চলাকালীন গরুর দুধ খেতে দেয়া হচ্ছে। একজন শিক্ষার্থী ২০০ মিলিলিটার করে বিনামূল্যে দুধ পাবেন।  উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং নামে কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল বলেন, গরুর দুধের ভিটামিন শিশুদের মেধা বিকাশে সহায়ক। এ কারনে শিশুদের গরুর দুধ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রেণিকক্ষে দুধ বিতরণের পর দুধ পান করে প্যাকেটটি আবার ফেরত দিতে হবে। শিশুদের দুধ পান নিশ্চিত ও বাইরে বিক্রি রেধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন উপলক্ষে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উপজেলার সমন্বয়ক ডা. কল্পনা চাকমা, সরফভাটা ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুরুল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসিম উদ্দিন সিকদার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জয়ন্ত কুমার চৌধুরী, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলী প্রমুখ।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গরুর দুধ বিতরণ করা হয়। মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ই রাঙ্গুনিয়ার একমাত্র প্রতিষ্ঠান যেখানে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।