আন্দোলনে সংহতি প্রকাশের কারণে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় বেশ কিছু ডাক্তারকে
নিজস্ব প্রতিবেদক: কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের জনগণ। মূলত এই আন্দোলন ছিলো সাধারণ শিক্ষার্থীদের। তাদের এই আন্দোলন ছিলো শান্তিপূর্ণ। কিন্তু সাবেক সরকার প্রধান শেখ হাসিনার কিছু বিরূপ মন্তব্যে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে।সংঘর্ষে রূপ নেয় সারাদেশ। সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ নিহত হন। এর প্রতিবাদে ছাত্র-শিক্ষক-জনতা মাঠে নেমে আসে। প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধারা বন্ধ করে দেয় দেশে টাকা পাঠানো। শুরু হয় অসহোযোগ অন্দোলন।হত্যার প্রতিবাদে ঘর থেকে নেমে আসেন শিক্ষক-অভিভাবকরা। প্রতিবাদ আন্দোলনে সাথে যোগ দেন সরকারের অধীনে থাকা বিভিন্ন পেশাজীবী। বিশেষ করে ডাক্তাররা। শুরু হয় সংগ্রাম। বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয় বাংলাদেশ। দাবি উঠে এক দফার, শেখ হাসিনার পতন।এদিকে সুযোগ সন্ধানী কর্মকর্তারা আন্দোলনে অংশগ্রণকারী ডাক্তারদের একটা তালিকা প্রণয়ন করে। তাদের রাজাকার উপাধী দিয়ে দমন অত্যাচার করতে থাকে। তাদের হিট লিস্ট বানিয়ে প্রথমে তাদের স্ট্যান্ড রিলিজ দিয়ে বর্তমান কর্মস্থল থেকে বদলী করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে।এমন নিপীড়নের শিকার কয়েকজন ডাক্তার হলেন ১. সহযোগী অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম আকন, স্পাইন সার্জারী, ২. সহকারী অধ্যাপক ডাক্তার রিজওয়ানা রহমান খান, প্যাথলজী, ৩. সহকারী অধ্যাপক ডাক্তার নাইম দেওয়ান, সার্জারী, ৪. ডাক্তার নুসরাত সুলতানা, ভাইরলজি, ৫. ডাক্তার শাহরুল আলম, ৬. ডাক্তার আরিফ মোরশেদ খান।তাদের অপরাধ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শিক্ষার্থীদের পক্ষে লেখালেখি করেছিলেন।