• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫৪:৪১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫৪:৪১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

স্বামী হত্যার অভিযোগে দেবর-ননদের বিরুদ্ধে মামলা স্ত্রীর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: গত বছরের ১১ সেপ্টেম্বর নিজ বাসায় হামলার শিকার হন কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেন। পরদিন সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় সাত মাস পর স্বামী বিল্লাল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী স্বর্না আক্তার। তার দাবি, মারধরের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে।এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গত ১২ মার্চ আদালতে মামলা করেছেন স্বর্না আক্তার। মামলায় আসামি করা হয়েছে বিল্লাল হোসেনের ভাই আলাল হোসেন, দুলাল হোসেন ও বোন আলেয়া বেগম রিনাকে।স্বর্ণা আক্তারের অভিযোগ করেন, সম্পত্তি আত্মসাৎ করতে তার আপন দুই ভাই ও বোন মিলে তাকে পরিকল্পিতভাবে বিল্লালকে হত্যা করা হয়েছে।স্বামী হারা এ নারী বলেন, ১০ বছরের বিবাহিত জীবনে আমাদের দুই সন্তান রয়েছে। শুভাঢ্যা মধ্যপাড়ায় ভাড়া ফ্ল্যাটে থাকি। স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়ায় ২০২৩ সালে আমার নামে থাকা জমি তাকে দিয়ে দেই। একই বছর আমার শাশুড়ি ১১১ শতাংশ জমি আমার স্বামীকে হেবা করে দেয়। এ সম্পত্তির জন্য স্বামীর ভাইবোনেরা সব সময় হুমকি দিত। কয়েকবার স্বামী তাদের হাতে মারধরের শিকারও হয়েছেন।এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর বাসার সামনে বিল্লালের ওপর আসামিরা হামলা করে। তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে পরদিন তার মৃত্যু হয়।অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভাই আলাল হোসেন বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘আদালত বিষয়টি তদন্তের জন্য দিয়েছেন। আমরা তদন্ত করে আদালতকে জানাবো।’