• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩১:১২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩১:১২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

৫ মাসের দুধের শিশুকে রেখে বাকপ্রতিবন্ধীর স্ত্রী উধাও

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুই সন্তান রেখে উধাও হয়েছে এক গৃহবধূ।থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন সকালে উপজেলার মহিপুর থানার খাপড়াভাঙ্গার ছোনখোলা গ্রামের শ্বশুরবাড়ি থেকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও  স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে গৃহবধূ চম্পা বেগম।জানা গেছে, গত ৮ বছর আগে মহিপুর থানার ডালবুগন্জ ইউনিয়নের ছোনখোলা গ্রামের বাসিন্দা আমির হোসেনের বাক প্রতিবন্ধী ছেলে রেজাউল করিমের সাথে গলাচিপা থানার বাহেরচর এলাকার শহিদুল হাওলাদারের মেয়ে চম্পা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছেলে প্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় সংসারে অশান্তি লেগেই থাকতো।তাদের মাওয়ুন (৩) এবং নুসরাত নামে ৫ মাসের একটি মেয়ে রয়েছে। গৃহবধূ চম্পার চলে যাওয়ার পরে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা রেজাউল। নিজেই সংসারের বোঝা তার উপরে দুধের শিশুকে দেখাশোনা দায়িত্ব সামলাতে না পেড়ে হাউমাউ করে কাঁদছেন তিনি। মুখের ভাষা না থাকায় বোঝাতে পারছেন না কাউকে তার অবস্থা। বউয়ের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন এই বাকপ্রতিবন্ধী। অপরদিকে বউয়ের বাবার বাড়ির লোকের দেওয়া চাপে দিশেহারা রেজাউলের বাবা আমির হোসেন, পুত্রের স্ত্রীকে ফিরে পেতে নানা জায়গায় ছুটে যাচ্ছেন তিনি ।মহিপুর থানার এসআই জিয়া জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর শ্বশুর। বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।