শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত ) শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফরিদপুর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।তাদের দাবি, বতর্মানে দেশের রাজনৈতিক যে অবস্থা চলছে তাতে শামা ওবায়েদের মতো নেতা ঘরে বসে থাকলে ফরিদপুরে বিএনপির চরমভাবে ক্ষতি হবে যা পুরন করার মতো সময় পাওয়া যাবে না। ফরিদপুর নির্বাচনী আসন - ২ (নগরকান্দা-সালথা) শামা ওবায়েদের বিকল্প কোনো নেত্রী নেই।এছাড়া, শামা ওবায়েদের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক, সাবেক তুখোড় রাজনীতিবিদ ও বিএনপির মহাসচিব কে এম ওবাদুর রহমান। যাকে নগরকান্দা - সালথার প্রতিটি মানুষ চিনেন এবং তার রাজনৈতিক বিচক্ষণতা বিষয়ে অবগত আছেন। একটি কুচক্রীমহল শামা ওবায়েদ জনপ্রিয়তার শীর্ষে থাকায় তাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানায় এলাকার বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর সদর, নগরকান্দা, সালথাসহ ৯টি উপজেলায় শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়ে তারা বলেন, উনার মতো রাজনৈতিক নেতারা সংগঠনের সাথে যুক্ত না থাকলে বিএনপি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নিকট দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহার করে বিএনপির রাজনীতি ফরিদপুরসহ সারা দেশের রাজনীতিতে যেন তিনি অবদান রাখতে পারেন।