• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৩১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৩১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্ষেতলালের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ক্ষেতলাল উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।১৭ এপ্রিল বুধবার সকাল দশটায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়।রির্টানিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, প্রথম ধাপে আক্কেলপুর-কালাই ও ক্ষেতলাল উপজেলা পরিষদের  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই তিনটি উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। প্রথম ধাপের নির্বাচনে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।