• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৪:৪৬ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৪:৪৬ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই।  ২৯ মার্চ শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনী ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, জনগণের সচেতনতা ও সহযোগিতা থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছুটি বাতিল করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। তাদের কঠোর নজরদারির ফলে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।পরিদর্শনকালে বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়ে খোঁজ নেন। তিনি জানান, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবুও যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে বিআরটিএ ভিজিলেন্স টিম ও পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করার পরামর্শ দেন।তিনি বলেন, কিছু ছোটখাটো অভিযোগ রয়েছে, যা তদন্ত করে সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।সড়ক দুর্ঘটনা রোধে চালকদের বিশ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমি চালকদের সঙ্গে কথা বলেছি যাতে তারা পর্যাপ্ত বিশ্রাম পান। বিশ্রামহীন চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। মালিকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে।উপদেষ্টা বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে। আমরা চাই তারা নিরাপদে যাত্রা সম্পন্ন করুক এবং আবার নির্বিঘ্নে ঢাকায় ফিরে আসতে পারুক।তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যেকোনো সমস্যায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে এবং সচেতনভাবে ভ্রমণ করতে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে, যাতে আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক হয়।