বরযাত্রী বহরে সাবেক শ্বশুর-শ্যালিকার হামলার অভিযোগ
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির কেশারপাড় গ্রামের পূর্ব বিরোধের জেরে বর যাত্রীর ওপর হামলা লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক শ্বশুর, শাশুড়ি, সালা ও শ্যালিকার বিরুদ্ধে।৫ জানুয়ারি রোববার দুপুর ১টার দিকে উপজেলা কেশারপাড় দিঘীর পাড় নামকস্থানে ওই হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেনবাগ হাসপাতালে বরের বড় ভাই শাহপরান প্রকাশ বাবু (৩৭), তার স্ত্রী পপি আক্তার (২২) কে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাহেলা আক্তার প্রকাশ মুন্নি (২৮) ছাতারপাইয়ার একটি প্রাইভেট হাসপাতাল ভর্তি করা হয়েছে।প্রাথমিক চিকিৎসা নেওয়া অপর ৫ আহতরা হলেন- বর মো. রুবেল (৩৪) শিশু আরিয়ান (৭) শাহিনুর (৭ মাস) কেয়া আক্তার (১৭) ও বৃষ্ট (১৮)।জানা গেছে, উপজেলার কেশাড়পাড় ইউপির মতিন চৌকিদারের বাড়ি এমাম হোসেন (৪৫) এর মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে বিয়ে হয় উপজেলা কেশাড়পাড় ইউপির এছাহাক মিয়ার বাড়ি সিরাজুল ইসলামের ছেলে ওমান প্রবাসী রুবেলের সঙ্গে।বিয়ের কিছু দিন পর রুবেল প্রবাসে চলে গেলে স্ত্রী আত্মহত্যা করে। এরপর রুবেল সম্প্রতি দেশে এসে বিয়ে করার জন্য পাত্রী খোঁজাখুজি শুরু করলে প্রথম শ্বশুর তার ছোট মেয়ে রুবেলে শালিকাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে প্রস্তাব পিরিয়ে দেওয়া হয়। রুবেল বৃহস্পতিবার ২ জানুয়ারি একই গ্রামের পার্শ্ববর্তী খালেক পুলিশের বাড়ির মো. তাজুল ইসলাম প্রকাশ বাবুলের মেয়েকে বিবাহ করে।রোববার দুপুরে নতুন বর পরিবারের সদস্যদের নিয়ে নতুন শ্বশুর বাড়িতে পিরানীর দাওয়াত খেতে রওয়ানা দিলে সাবেক স্ত্রীর পিতা শ্বশুর এমাম হোসেন (৪৫) শাশুড়ি জরিনা বেগম (৩৮) শালিকা ফাতেমা আক্তার (১৬) , ভাগিনা মহসিন (২০) দাদি শাশুড়ি খোদেজা বেগম (৬০), ফুফু শাশুড়ি রারেযা খাতুন (৪৫) অর্তিকিত হামলা চালিয়ে নতুন বর, তার ভাই ভাবি, ভাতিজাসহ ৮ জন আহত করে পিরানীর বর যাত্রীর শরীরে থাকা ৮ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।অভিযুক্ত এমাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার মেয়ের সাবেক স্বামী ও পরিবারের সদস্যরা নতুন শ্বশুর বাড়িতে যাবার সময় তার মেয়েকে লক্ষ্য করে গালমন্দ করলে এ নিয়ে কথা কাটা হয়। এসময় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তারা মাটিতে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছে বলে স্বীকার করেন।এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের সঙ্গে যোগাপযোগ করলে তিনি এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।